ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

করোনা উপসর্গে মৃত্যু, লাশ রেখে পালালো স্বজনরা

নেত্রকোনা প্রতিনিধি 

প্রকাশিত : ১২:২৬, ৫ জুন ২০২০

নেত্রকোনার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার লক্ষণ নিয়ে বৃহস্পতিবার রাতে সন্দু মিয়া (৬০) নামে  এক রোগীর মৃত্যু হয়েছে। মারা যাওয়ার কিছুক্ষণ পরেই লাশ রেখে পালিয়েছে স্বজনরা। 

নিহত সন্দু মিয়া আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের দেবাদ্বর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে। 

হাসপাতাল সূত্রে জানাযায়, বৃহস্পতিবার বিকেলে করোনার উপসর্গ সন্দেহে ওই ব্যক্তিকে মদন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে ময়মনসিংহে রেফার্ড করেন। কিন্তু তার অর্থনৈতিক সমস্যার কারণে সেখানে নেয়া হয়নি। পরে রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। 

নিহতের সৎ মা বেগম আক্তার জানান, ‘কয়েক দিন ধরে তার জ্বর ছিলো। কাল বিকালে পাতলা পায়াখানা হওয়ায় মদন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সজিব সাইফুল্লাহ জানান, ‘রোগীর ফুসফুসে সমস্যা থাকায় শ্বাসকষ্ট ছিল। অবস্থা খারাপ দেখে তাকে ময়মনসিংহ প্রেরণ করা হয়। কিন্তু পরিবারের লোকজন তাকে নিয়ে যায়নি। ফলে রাতে তিনি মারা যান। 

এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ হাসপাতালেই রয়েছে। 

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি