স্বাস্থ্যবিধি মেনে চলছে পরিবহন, বাড়তি ভাড়ায় ক্ষোভ
প্রকাশিত : ১২:৩০, ৫ জুন ২০২০
গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গণপরিবহন চলছে স্বাভাবিকভাবেই। কোথাও নেই কোন যানজট।
ছুটির দিন যাত্রী সংখ্যা কম থাকায় করোনা প্রতিরোধে সামাজিক দূরত্বের নিয়ম মেনেই চলছে গাড়ি। তবে ক্ষোভ রয়েছে বাড়তি ভাড়া নিয়ে।
অন্যদিকে, শুক্রবার গাজীপুরের অধিকাংশ কারখানা বন্ধ থাকলেও জরুরি ওষুধ, খাদ্য সামগ্রী ও পিপিই তৈরির কারখানাগুলো চালু রয়েছে। সেসব কারখানার অনেকগুলোতেই নিজস্ব পরিবহনে নিজেদের কর্মীদের যাতায়াতের ব্যবস্থা রাখা হয়েছে।
মহাসড়কের নিরাপত্তা রক্ষায় ট্রাফিক ও জিএমপি পুলিশ সদস্যরা কাজ করছেন।
এআই//
আরও পড়ুন