ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বরিশালে করোনায় আরও ২ জনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:৫৩, ৫ জুন ২০২০

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিমে) চিকিৎসাধীন অবস্থায় করোনাক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পাশাপাশি উপসর্গ নিয়ে আরও এক রোগীর মৃত্যু হয়েছে। 

আজ শুক্রবার সকালে হাসপাতালের করোনা ওয়ার্ডে তাদের মৃত্যু হয়। এছাড়া গত ১ জুন একই হাসপাতালের করোনা ওয়ার্ডে মারা যাওয়া এক ব্যক্তির নমুনা পরীক্ষায় ভাইরাসটি শনাক্ত হয়েছে। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, ঝালকাঠির নলছিটি উপজেলার তিমিরকাঠি এলাকার করোনাক্রান্ত দেলোয়ার হোসেন (৪৫) গতকাল বেলা পৌনে ১টার দিকে শেবাচিমের করোনা ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসা চলা অবস্থায় তার শ্বাসকষ্টসহ শারীরিক অবস্থার অবনতি হলে ভোর ৪টার দিকে আইসিইউতে মারা যান তিনি। 

অপরদিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা এলাকার আ. খালেক খান গতকাল বেলা সোয়া ১১টার দিকে হাসাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। আজ সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। পরে নমুনা সংগ্রহ করে একই হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

এদিকে গত ১ জুন শেবাচিমের করোনা ওয়ার্ডে মারা যাওয়া ভোলার চরফ্যাশনের মো. আমির হোসেনের (৬৫) নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ পাওয়া গেছে। ঘটনার দিন মৃত্যুর দেড়ঘণ্টা আগে এ হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই ব্যক্তি। বৃহস্পতিবার রাতে প্রাপ্ত রিপোর্টে তার করোনা শনাক্ত হয় বলে জানান হাসাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এস এম মনিরুজ্জামান।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি