ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ভোলায় মৃত ব্যক্তির করোনা শনাক্ত

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০১, ৫ জুন ২০২০ | আপডেট: ১৪:০৩, ৫ জুন ২০২০

ভোলায় করোনার উপসর্গ নিয়ে প্রাণ হারানো এক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। বরিশালে মারা যাওয়া চরফ্যাশন উপজেলার আমির হোসেন নামের ওই ব্যক্তির নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা ধরা পড়ে বলে আজ শুক্রবার জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। 

ভোলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত সোমবার (১ জুন) চরফ্যাশন উপজেলার নীল কমল ইউনিয়নের ওই বাসিন্দা করোনা উপসর্গ নিয়ে বরিশালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ। আজ শুক্রবার সকালে তার নমুনা পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ আসে। 

অন্যদিকে জেলায় নতুন করে আরও একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি চরফ্যাশন উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় আক্রান্তের বেড়ে ৫৫ জনে দাঁড়াল। আক্রান্তদের মধ্যে ১১ জন সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। আর নতুনসহ এখন পর্যন্ত করোনায় প্রাণ হারালেন ২ জন। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি