ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

শনাক্তের ৩ ঘণ্টার মাথায় মারা গেলেন মুক্তিযোদ্ধা

সুনামগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:১৪, ৫ জুন ২০২০

সুনামগঞ্জের ছাতকে করোনা শনাক্ত হওয়ার মাত্র তিন ঘণ্টার মাথায় পিয়ারা মিয়া (৭২) নামের এক মুক্তিযোদ্ধা মারা গেছেন। তিনি পৌর শহরের বাগবাড়ী এলাকার বাসিন্দা। 

বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত ১টার দিকে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই মুক্তিযোদ্ধা। এ নিয়ে সেখানে গত তিনদিনে দুইজনের মৃত্যু হলো। 

এদিকে গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে নতুন করে ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সদরে ৯, ছাতকে ১২, দোয়ারাবাজারে ৫ এবং জগন্নাথপুরে ৫ জন। 

এতে করে জেলায় আক্রান্তের সংখ্যা ২৫০ জনে দাঁড়িয়েছে। সিভিল সার্জন মো. শামছ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি