ঢাকা, সোমবার   ১৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

একই ঘরে মা-মেয়ে খুন, মেয়ের স্বামী পলাতক 

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৪, ৫ জুন ২০২০ | আপডেট: ১৬:০৬, ৫ জুন ২০২০

Ekushey Television Ltd.

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একই ঘরে খুন হয়েছেন মা-মেয়ে। বৃহস্পতিবার (৪ জুন) রাতে উপজেলার আশিদ্রোণ ইউনিয়নের পূর্ব জামসী এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, মৃত জাবেদ উল্লাহর স্ত্রী জায়েদা বেগম (৫৫) ও তার মেয়ে ইয়াসমিন আক্তার (২৫)। ঘটনার আগ থেকেই পলাতক রয়েছেন মেয়ের স্বামী আজগর আলী। 

আজ শুক্রবার সকালে ঘটনাটি জানতে পারে সবাই। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে সকাল ৯টার ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। 

শ্রীমঙ্গল আশিদ্রোণ ইউনিয়নের চেয়ারম্যান জহর বর্ধন জানান, ‘বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া শেষে মা-মেয়ে শুয়ে পড়েন। শুক্রবার সকাল ৮টা পর্যন্ত তাদের দরজা না খোলায় প্রতিবেশীরা ডাকাডাকি করতে থাকেন। কোন সাড়া শব্দ না পেয়ে মেম্বারকে ফোন দেন। এসময় ঘরের পেছনের দরজা খোলা দেখে প্রতিবেশীরা ঘরের দরজা ভেঙে প্রবেশ করলে তাদের মরদেহ পড়ে থাকতে দেখেন। তাদের শরীরে রক্ত ও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।’  

নিহত জাবেদা বেগমের ছেলে ওয়াহিদ মিয়া জানান, ‘তিনি স্ত্রী নিয়ে আলাদা বাড়িতে থাকেন। তার বোনকে বিয়ে দিয়েছেন বেলতলী গ্রামের আছকর মিয়ার কাছে। আছকর মিয়ার সাথে পারিবারিক কলহের জেরে তার বোন বেশ কিছুদিন ধরে তার মায়ের সাথেই থেকে আসছেন।’

এদিকে খুন হওয়ার ঘটনা বোনের স্বামীকে মুঠোফোনে জানানো হলেও তিনি আসেননি। জানা গেছে, ঘটনার আগে থেকে তিনি পলাতক রয়েছেন। 

এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক জানান, ‘বৃহস্পতিবার রাতের কোন এক সময় পেছনের দরজা খুলে তাদের হত্যা করা হতে পারে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি