ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

আজ থেকে হিলি স্থলবন্দরে আমদানি রপ্তানি শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৮, ৬ জুন ২০২০

৭৩দিন বন্ধ থাকার পর আজ শনিবার (৬ জুন) সকাল থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি শুরু হবে।

স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত এই দুই দেশের পণ্য আমদানি-রপ্তানি।

বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ জানান, শুক্রবার বিকেল ৫টায় হিলি চেকপোষ্ট গেটে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে দুই দেশের ব্যবসায়ীরা আমদানি-রপ্তানি চালুর বিষয়ে বৈঠক করেন।

বৈঠকে সিদ্ধান্ত হয় করোনা পরিস্থিতিতে দুই দেশের সরকারের সকল ধরনের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে ভারতের ব্যবসায়ীরা আজ শনিবার থেকে ২০টি করে মোট ৪০টি ট্রাকের মাধ্যমে পণ্য রপ্তানি করবে। পরবর্তীতে পুরোদমে শুরু করা হবে আমদানি-রপ্তানি কার্যক্রম।

তিনি জানান, ভারতের হিলি এক্সপোটার্স এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আলাউদ্দিন সরকারের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি এই বৈঠকে উপস্থিত ছিলেন।
এসএ
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি