ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

পাবনায় দুইজনকে গুলি ও কুপিয়ে হত্যা

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ১১:০১, ৬ জুন ২০২০

পাবনা সদর উপজেলায় পৃথক ঘটনায় দুইজনকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতরা হলেন, হুকুম আলী খাঁ (৬৫) সে সদর থানার ভাড়ারা খাঁ পাড়া গ্রামের কালু খাঁর ছেলে ও মজনু মিয়া (৪০) আতাইকুলা থানার মধুপুর পশ্চিমপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।

দুটি ঘটনাই শুক্রবার (৫ জুন) দিবাগত মধ্যরাতের পর ঘটে।

ভাড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ জানান, ‘হুকুম আলীকে রাতে বাড়িতে গিয়ে ডাক দেন কয়েকজন অজ্ঞাত ব্যক্তি। এ সময় ঘর থেকে বের হওয়া মাত্র দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’ 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, ‘খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। কারা, কি কারণে তাকে হত্যা করেছে তা খতিয়ে দেখা হচ্ছে।’

তবে স্থানীয় একাধিক সুত্র জানায়, সম্প্রতি হুকুম আলীর নাতী রবিউল ইসলামকে মারধরের ঘটনায় গত বৃহস্পতিবার থানায় স্থানীয় ১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন তিনি। সেই মামলার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অপরদিকে, সদর উপজেলার আতাইকুলা থানার মধুপুর গ্রামে মজনু মিয়া (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম জানান, ‘রাতে গ্রামের একটি চায়ের দোকানে তাস খেলে বাড়ি ফিরছিলেন মজনু। পথিমধ্যে পেছন থেকে দুর্বৃত্তরা তাকে ঘাড়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন মজনু মিয়া। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।’

হত্যাকাণ্ডের রহস্য জানতে তদন্ত চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি