ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বগুড়ায় করোনায় পরিসংখ্যান কর্মকর্তা-শিক্ষকের মৃত্যু

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫২, ৬ জুন ২০২০

করোনায় আক্রান্ত হয়ে বগুড়ায় সাবেক এক পরিসংখ্যান কর্মকর্তা ও একজন শিক্ষকের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ জনে। নিহতরা হলেন, সাবেক পরিসংখ্যান কর্মকর্তা এজেএম ইদ্রিস আলী (৬৭) এবং বগুড়া কলেজের সাবেক অধ্যাপক আশরাফুল ইসলাম (৫৬)।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এই তথ্য নিশ্চিত করেন বগুড়ার মোহাম্মাদ আলী হাসাপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শফিক আমিন কাজল।

তিনি বলেন, ‘করোনায় আক্রান্ত হয়ে মোহাম্মদ আলী হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তারা। অবস্থার অবনতি হলে শনিবার ভোর ৫টায় সাবেক পরিসংখ্যান কর্মকর্তা এজেএম ইদ্রিস আলী ও সকাল ১০টায় বগুড়া কলেজের সাবেক অধ্যাপক আশরাফুল ইসলাম মারা যান।’

এর মধ্যে ইদ্রিস আলী বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডা. তরিকুল ইসলামের শ্বশুর এবং ডা. ইলবিয়া জিসার বাবা। অন্যদিকে, অধ্যাপক আশরাফুল ইসলাম ধাওয়াপাড়া বগুড়া সদর উপজেলার বাসিন্দা।

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি