ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১৭, ৬ জুন ২০২০

Ekushey Television Ltd.

নদীতে মাছ ধরতে গিয়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে সদর ইউনিয়নের সলব গ্রামের মনাই নদীতে এ ঘটনা ঘটে। মৃত মঞ্জু মিয়া স্থানীয় ফুলচান মিয়ার ছেলে।  

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন সাংবাদিকদের জানান, ‘সকালে বাড়ির পাশে মনাই নদীতে মাছ ধরছিলেন মঞ্জু মিয়া। এসময় হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হন ওই জেলে। পরে তাকে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের সদস্যরা হাসপাতাল থেকে লাশ বাড়িতে নিয়ে গেছেন।’

এ নিয়ে বজ্রপাতে গত এক সপ্তাহে হাওরে মাছ ধরতে তিনজনের মৃত্যু হলো। গত দু’মাসে আরও ৪ জন মারা গেছেন।

এআই//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি