ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

মৌলভীবাজারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু 

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:৩৭, ৬ জুন ২০২০ | আপডেট: ১৮:৪৩, ৬ জুন ২০২০

মৌলভীবাজারের বড়লেখায় পৃথক ৩টি স্থানে বজ্রপাতের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার দূপুরে জেলার বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুরের গল্লাসাঙ্গনে জমিতে কাজ করার সময় বজ্রপাতে আব্দুল মতিন  নামে এক কৃষকের মৃত্যু হয়। 

অপর দিকে একই উপজেলার বর্ণি ইউনিয়নের কাজিরবন এলাকায় মাছ ধরতে গেলে বজ্রপাতে রুবেল মিয়া নামের আরও একজনের মৃত্যু হয় বলে জানান,বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক।  

এছাড়াও বিকেলে জেলার কমলগঞ্জে বজ্রপাতে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে বলে জানান, কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম মাহবুবুল আলম ভূঁইয়া। 

শনিবার বেলা আড়াইটায় ইসলামপুর ইউনিয়নের গুলের হাওর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত মাদ্রাসা ছাত্রের নাম আব্দুল লতিফ (১৭)। সে উপজেলা গুলের হাওর গ্রামের অনু মিয়ার ছেলে।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি