ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

পত্নীতলায় ভটভটি উল্টে যুবক নিহত   

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১৪, ৬ জুন ২০২০

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর-শিবপুর সড়কের সম্ভপুর মোড়ে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে সামিউল ইসলাম(২০) নামে এক যুবক নিহত হয়েছে। 

শনিবার দুপুরে  এই ঘটনা ঘটে। নিহত সামিউল কৃষ্ণপুর ইউনিয়নের জলকাহার তেজপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চক্রবর্তী জানান,দুপুরে সামিউল অলিম্পিক কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে ওই কোম্পানীর পণ্য বোঝাই ভটভটি যোগে পত্নীতলার নজিপুর ফিরছিলেন। ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারালে ভটভটিটি উল্টে এই দুর্ঘটনা ঘটে।  লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি