ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বগুড়ায় আরও ৬০ জন করোনায় আক্রান্ত

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত : ২২:১৬, ৬ জুন ২০২০

বগুড়ায় নতুন করে আরও ৬০ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে পুরুষ ৩৯ জন,মহিলা ১৬ জন ও শিশু ৫ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখা দাঁড়ালো ৬২৯ জনে। 

শনিবার রাত সাড়ে ৯টার দিকে জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।

আক্রান্তদের মধ্যে সদরের ৫০ জন, কাহালুতে ৭ জন, শেরপুরে ২ জন ও শিবগঞ্জে ১ জন। শজিমেকের ১৮৮ ফলাফলে মধ্যে ৪৬ জন পজিটিভ এবং  টিএমএসএস'র ৪৬ ফলাফলে বগুড়ার ১৪ জন পজিটিভ।

এ নিয়ে বগুড়ায় মোট আক্রান্ত ৬২৯ জন। এতে সুস্থ হয়েছে ৫৩ জন। মৃত্যুবরণ করেছে ৬ এবং চিকিৎসাধীন আছে ৫১৬ জন।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি