বিএসআরএম কারখানায় দগ্ধ হয়ে ১ জনের মৃত্যু,আহত ৪
প্রকাশিত : ২২:৪০, ৬ জুন ২০২০ | আপডেট: ২২:৪১, ৬ জুন ২০২০
মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সোনা পাহাড় বিএসআরএম কারখানায় কাজ করার সময় লোহার গলিত সিসায় দগ্ধ হয়ে ১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে আরও ৪ জন শ্রমিকের অবস্থা আশংকাজনক।
শনিবার (৬ জুন) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরপর ৫ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আবুল কাশেম মারা যান। কাশেমের বাড়ি মিরসরাইয়ের নিজামপুরে। তার দুই ছেলে এক মেয়ে।
ঢাকায় নিয়ে যাওয়া চারজন হলেন-গিয়াস উদ্দিন (২৪), নুর হোসেন (৩০), মহিউদ্দিন (২৮) এবং নজরুল ইসলাম (২৪)।
জোরারগঞ্জ থানার ওসি মফিজুর রহমান জানান, বিএসআরএম কারখানায় স্কেভেলেটরের মাধ্যমে রড তৈরির তরল গরম দাহ্য একটি ডায়েস থেকে আরেকটি ডায়িসে রাখার সময় অসাবধানতাবশত ছিটকে পড়ে নিচে কর্মরত শ্রমিকদের গায়ে পড়ে। বিকাল ৪টায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় ১৪নং হাইতকান্দি ইউনিয়নের আবুল কাশেম নামে একজন শ্রমিক মারা যায়।
বিএসআরএম কোম্পানির জনসংযোগ ও মিডিয়া সহকারী ব্যবস্থাপক ওমর শোয়াইব জানান,আহতদের প্রথমে চট্টগ্রাম মেডিকেল প্রাথমিক চিকিৎসার দেওয়ার পর সন্ধার পর ঢাকা বার্ন ইউনিটে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
কেআই/
আরও পড়ুন