ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

রাজবাড়ীতে করোনা জীবানুমুক্ত টানেল উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১৫, ৬ জুন ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ থেকে রাজবাড়ীবাসীকে মুক্ত রাখতে রাস্তার উপরে করোনা জীবানুমুক্তকরণ টানেলের উদ্বোধন করা হয়েছে।শনিবার বেলা পৌন ১২টার দিকে রাজবাড়ী পৌরসভা কার্যালয়ের সামনে সড়কে বাংলাদেশ সেনাবাহিনী ৫৫ পদাতিক ডিভিশনের সহযোগিতায় স্থাপিত এ জীবানুমুক্ত টানেলের উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ২১ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রিয়াজুর রহমান,রাজবাড়ী পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, ১০ ইষ্ট বেঙ্গল অধিনায়ক লেপ্টেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হক, উপ-অধিনায়ক মেজর ইমরান, মেজর সাবরী, ক্যাপ্টেন আসিবসহ করোনাকালীন সময়ে রাজবাড়ীর দ্বায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য ও পৌরসভার কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীরা।

উদ্বোধন পরবর্তীতে টানেলটি পৌর কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয় পরিচালনার জন্য। এসময় জীবানুমুক্ত টানেলের মধ্যে দিয়ে ছোট ছোট যানবাহন, সাধারণ মানুষ চলাচল শুরু করেন।

জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ চাইলে  তাদের নির্বাচিত করা জায়গায় সেনাবাহিনী আরও টানেল করে দিতে প্রস্তুত রয়েছে বলে জানান ২১ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রিয়াজুর রহমান।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি