ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে শ্যামলীর চাপায় শ্রমিক নেতা নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৫, ৭ জুন ২০২০

ঠাকুরগাঁওয়ে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী শ্যামলী পরিবহনের চাকায় পিষ্ট হয়ে এক শ্রমিক নেতার মৃত্যূ হয়েছে। নিহত রুবেল হোসেন রানা (৩৫) শহরের হাজীপাড়া মহল্লার আতিয়ার ইসলামের ছেলে।

শনিবার (৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল জেলা ট্রাক ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্যামলী পরিবহনের একটি কোচ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়ায় পথে ঠাকুরগাঁও পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় পৌঁছলে মোটরসাইকেল আরোহী রুবেলের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে কোচের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা তিনি। পরে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে শ্যামলী পরিবহনের কোচটি আটক করা যায়নি। দুর্ঘটনা ঘটিয়ে দ্রুত পালিয়ে যায় বাসটি। 

সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, ‘পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।’

এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি