ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শেবাচিমে করোনা উপসর্গে আরও ২ জনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১২:২৫, ৭ জুন ২০২০

Ekushey Television Ltd.

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১১টা ও সন্ধ্যা রাত ১০টার দিকে তাদের মৃত্যু হয়।

জানা গেছে, নগরীর পলাশপুর এলাকার খালেক আকণ (৪০) গত ৪ জুন দুপুর দেড়টার দিকে শেবচিমের করোনা ওয়ার্ডের আইসিইউতে ভর্তি হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতরাত ১১টা ১০ মিনিটে তার মৃত্যু হয়। তবে নমুনা পরীক্ষায় তার করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে।

অপরদিকে, পটুয়াখালী জেলার কলাপাড়া থেকে পারভেজ (৩০) নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে গতকাল সন্ধ্যা সোয়া ৬টায় শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয় এবং রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কী-না তা নিশ্চিত হওয়া যায়নি। করোনা ওয়ার্ড থেকে জানানো হয়েছে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বরিশালে নতুন করে ৪৯ জনের শরীরের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৬১৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫৮ জন। আর মৃত্যু হয়েছে ৫ জনের।

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি