ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বরিশালে এ্যাংকর সিমেন্টের বিরুদ্ধে শ্রমিকদের মানববন্ধন

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৪৯, ৭ জুন ২০২০

বরিশালে মানববন্ধন করেছে এ্যাংকর সিমেন্টের ছাঁটাই হওয়া শ্রমিকরা। আজ রোববার বেলা ১২টার দিকে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ মানববন্ধন করা হয়। 

এতে বক্তরা বলেন, ‘করোনা দুর্যোগে এ্যাংকর সিমেন্ট কোম্পানি শ্রমিকদের পাশে না দাঁড়িয়ে বরং শ্রমিক ছাঁটাই করাটা অত্যান্ত দুঃখজনক। অবিলম্বে প্রতিষ্ঠানটির সকল শ্রমিকদের পাওনা বুঝিয়ে দিয়ে ছাঁটাইকৃত শ্রমিকদের পুনঃবহালের দাবি জানান তারা।’

ছাঁটাইকৃত শ্রমিকরা ছাড়াও মানববন্ধনে বাংলাদেশ সমাজ তান্ত্রিক দল বাসদের সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তীসহ অনেকে উপস্থিত ছিলেন। 

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি