ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২৯, ৭ জুন ২০২০

নাটোরের সিংড়ায় মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষে জালাল (৩২) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। রোববার দুপুরে সিংড়া উপজেলার চৌগ্রাম-কালীগঞ্জ গ্রামীণ সড়কের স্বাপনদিঘী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত জালাল নাটোর শহরের বনবেলঘরিয়া এলাকার আব্দুল জলিলের ছেলে। নিহত জালাল তার শ্বশুরালয় সিংড়া উপজেলার কালিগঞ্জ এলাকার মুদি দোকানী। সেখানেই সে দীর্ঘদিন ধরে বসবাস করে অসছে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুরে  জালাল দোকানের মাল কিনতে মোটর সাইকেলে করে সিংড়ার দিকে যাচ্ছিলেন। পথে স্বাপনদিঘী এলাকায়  বিপরীতমুখি একটি মাইক্রেবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জালাল ঘটনাস্থলেই মারা যায়।
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি