ঢাকা, বৃহস্পতিবার   ১৩ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নোয়াখালীতে যুবলীগ নেতার অফিসে হামলার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:০৫, ৭ জুন ২০২০

Ekushey Television Ltd.

নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আবায়ক নাজমুল আলম মঞ্জুর ব্যক্তিগত অফিসে এলোপাতাড়ি গুলির প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন হয়েছে।  

রোববার সাড়ে ১২টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীরা এ কর্মসূচি পালনকালে নেতাকর্মীরা বলেন, করোনাকালীন সময়ে সাধারণ মানুষের সংকট নিরসনে প্রতিনিয়ত কাজ করা  যুবলীগ নেতা মঞ্জু ও রাজুকে রাজনৈতিকভাবে নিঃশেষ করার জন্য একটি চক্র রাতের আঁধারে তাদের অফিসে গুলি করে। 

উল্লেখ্য, শনিবার রাত প্রায় ১০টার দিকে জেলা শহর মাইজদীর নোয়াখালী প্রেসক্লাব সংলগ্ন যুবলীগ নেতা নাজমুল আলম মঞ্জু এবং সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী শহর যুবলীগের আহবায়ক নুর আলম ছিদ্দিকি রাজুর অফিসে এলোপাতাড়ি গুলি ছোড়ে দুর্বৃত্তরা। 
কেআই/
আঃ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি