ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কলারোয়ায় পুলিশ সদস্যের স্ত্রীসহ ৮ জন আক্রান্ত 

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ২০:১২, ৭ জুন ২০২০

কলারোয়ায় পুলিশ সদস্যের স্ত্রীসহ ৮ জন আক্রান্ত করোনা আক্রান্ত হয়েছে। কলারোয়ায় এবার এক পুলিশ সদস্যের স্ত্রীর রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। কলারোয়ার চন্দনপুর ও জালালাবাদ ইউনিয়নের পরে এবার দেয়াড়া ইউনিয়নে নতুন করে ত্রিপা তরফদার (২৫) নামে ১ পুলিশ সদস্যের স্ত্রীর রিপোর্ট করোনা পজিটিভ এসেছে।

এ নিয়ে কলারোয়ায় ৮ জন করোনা পজিটিভ হলো। যার মধ্যে ৬ জনই চন্দনপুর ইউনিয়নে এবং অন্য ২ জন জালালাবাদ ১ জন ও দেয়াড়া ইউনিয়নের। আক্রান্ত ত্রিপা তরফদার খোরদো পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্য অভিষেক বিশ্বাসের স্ত্রী। বসবাস করেন খোরদো বাজারের একটি ভাড়া বাড়িতে। 

গত ৩ জুন ক্রিপা তরফদারের নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়। যার রিপোর্ট রোববার সকালে পজিটিভ আসে। 

কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান জানান সাংবাদিকদের জানান, গত ৩ জুন ওই নারীর নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। রোববার রিপোর্টে তার করোনা পজিটিভ আসে বলে জানা যায়। পুলিশ সদস্য অভিষেক বিশ্বাসেরও নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। 

কলারোয়া থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব শেখ মুনীর-উল-গীয়াস সাংবাদিকদের জানান, রোববার আক্রান্ত নারীর বাসাসহ আশপাশের  বাড়িঘর লকডাউন করা হয়েছে।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি