ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় ৬ পুলিশ সদস্যসহ আক্রান্ত ১০

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২০:৫৫, ৭ জুন ২০২০ | আপডেট: ২০:৫৬, ৭ জুন ২০২০

চুয়াডাঙ্গায় গত ২৪ ঘণ্টায় ৬ পুলিশ সদস্যসহ ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১২৩। এদের মধ্যে ৭৭ জন সুস্থ হয়ে ফিরে গেছেন। সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান রোববার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় মোট নমুনা পরীক্ষা ১৩২৪ জনের মধ্যে করোনা আক্রান্ত ১২৩ জন। এর মধ্যে ১ জন চিকিৎসক ও ৩ জন সিনিয়র স্টাফ নার্সসহ স্বাস্থ্য বিভাগের কর্মীই ১২ জন। এর বাইরে জেলা প্রশাসন কার্যালয়ের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ছয়জন,জেলা হিসাব রক্ষণ কর্মকর্তাসহ তাঁর কার্যালয়ের চারজন,সস্ত্রীক দর্শনা থানার এক পুলিশ কর্মকর্তাসহ ১২ জন পুলিশ।

চুয়াডাঙ্গা সদর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৫, সুস্থ ৩৮ ও মৃত্যু ১ জন, আলমডাঙ্গা উপজেলায় আক্রান্ত ৩৬ ও সুস্থ ২৩ জন,দামুড়হুদা উপজেলায় আক্রান্ত ৩৪ ও সুস্থ ১৫ জন ও জীবননগর উপজেলায় আক্রান্ত ৮ ও সুস্থ ১ জন। 

সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান জানান, নতুন শনাক্ত ১০ জনের মধ্যে দর্শনা থানার উপ-পরিদর্শক ও সহকারী উপ-পরিদর্শক পদের ছয়জন এবং একজন বাবুর্র্চি রয়েছেন। এছাড়া একজন সদর উপজেলায় বাকি দুইজনের বাড়ি আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে। এই তিনজনই নারায়ণগঞ্জ, গাজীপুর ও ঢাকা থেকে ফেরা। 

তিনি আরও বলেন, করোনা মোকাবিলায় ঘর থেকে বের না হওয়ায় সব থেকে উত্তম। এরপরও জরুরি প্রয়োজনে বের হলে অবশ্যই হাতে গ্লাভস ও মুখে মাস্ক পরে বের হতে হবে এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হবে। 
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি