ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

দোহারে বিনা কারণে ঘোরাফেরা, ৮ জনকে জরিমানা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ২১:৫৮, ৭ জুন ২০২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে ঢাকার দোহার উপজেলায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালত সরকারি আদেশ অমান্য করে বিনা কারণে ঘোরাফেরা করায় ৮ জনকে ২১০০ টাকা জরিমানা করেছে।

রবিবার বিকেলে দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্রের নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,‘করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সামাজিক দুরত্ব বজায় ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে উপজেলার জয়পাড়া ও থানা রোডে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জনসচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারি আদেশ অমাণ্য করায় ৮ জনকে ২১০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। দোহার থানা পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন।

এব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, সরকারি আদেশ অমান্য করায় ৮ জনকে জরিমানা করা হয়েছে। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জনসমাগম রোধে এ অভিযান অব্যাহত থাকবে।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি