ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪

পোশাক কারখানার ৮২ লাখ টাকা ছিনতাই,গুলিবিদ্ধ ১

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ২২:৪৩, ৭ জুন ২০২০ | আপডেট: ২২:৪৮, ৭ জুন ২০২০

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতনের ৮২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। 

এ সময় ছিনতাইকারীদের ছোড়াগুলিতে কারখানার মার্চেন্ডাইচার রাজিব চন্দ্র মজুমদার শুভ আহত হয়েছেন। তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান,আজ দুপুরে কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকার ইনক্রেডিবল ফ্যাশন নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকদের মে মাসের বকেয়া বেতন দেয়ার জন্য ব্যাংক এশিয়ার কালিয়াকৈর শাখায় যান ওই কারখানার ৬জন কর্মকর্তা। সেখান থেকে ৮২ লাখ ১২ হাজার টাকা উত্তোলন করে মাইক্রোবাসযোগে কারখানায় ফিরছিলেন তারা। তাদের বহনকারী মাইক্রেবাসটি ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকায় পৌঁছলে ৪-৫টি মোটর সাইকেলযোগে ছিনতাইকারীরা মাইক্রোবাসটির গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা গুলি ছুড়ে আতঙ্ক তৈরি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ছিনতাইকারীদের বাঁধা দিলে তাদের গুলিতে গুলিবিদ্ধ হন মার্চেন্ডাইচার রাজিব চন্দ্র মজুমদার শুভ। 

এছাড়া মারধরে  আহত হন অপর পাঁচ কর্মকর্তা। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শুভকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাপাতালে ভর্তি করা হয়েছে।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। আশা করছি অচিরেই তাদের ধরতে সক্ষম হব।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি