ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আহমদ শফী আইসিইউতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২০, ৭ জুন ২০২০ | আপডেট: ২৩:৩৭, ৭ জুন ২০২০

শাহ আহমদ শফী- ফাইল ছবি

শাহ আহমদ শফী- ফাইল ছবি

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় আমির এবং চট্টগ্রাম হাটহাজারী কওমি মাদ্রাসা দারুল উলুম মুঈনুল ইসলাম’র মহাপরিচালক শাহ আহমদ শফী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

রোববার রাত ৮টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তার ছেলে এবং হেফাজতে ইসলাম’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক আনাস মাদানী নিশ্চিত করেন। 

আনাস মাদানী গণমাধ্যমকে জানান, পেটের পীড়াসহ বার্ধক্যজনিত রোগে ভুগছেন আহমদ শফী। শারীরিক অসুস্থতার কারণেই হাসপাতালে ভর্তি করানো হয়। তবে আহমদ শফীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও উল্লেখ করেন মাদানী। 

এর আগে বার্ধক্যজনিত রোগের কারণে বিভিন্ন সময়ে বয়ঃবৃদ্ধ আহমদ শফী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। গেল ১১ এপ্রিল হজম এবং অন্যান্য শারীরিক সমস্যা দেখা দেওয়ায় চট্টগ্রামের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তখন তার শারীরিক অবস্থার অবনতি হলে হেলিকপ্টারে করে ঢাকায় এনে গেণ্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

এমএস/এসি 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি