ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নবাবগঞ্জে ব্যাংক কর্মকর্তাসহ আরও ১৫ জনের করোনা শনাক্ত

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ১৪:৫৫, ৮ জুন ২০২০

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে আরও ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৩ জনে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান রোববার (৭ জুন) রাতে পাওয়া পরীক্ষার ফলাফলে নতুন করে ওই ১৫ রোগী শনাক্তের বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন। 

নতুন আক্রান্তদের মধ্যে কলাকোপা ইউনিয়নে ৪, চুড়াইনে ৪, জয়কৃষ্ণপুরে ২, যন্ত্রাইলে ২, বান্দুরার ১ ও আগলার একজন বাসিন্দা রয়েছে। এছাড়া একজন শ্রীনগরের বাসিন্দা।

ডা. অনুপ জানান, ‘গত মঙ্গলবার (২ জুন) উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট ৮৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। আজ (রোববার) রাতে পাওয়া ফলাফলে সেখান থেকে ওই ১৫ রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে একজন ব্যাংক কর্মকর্তা রয়েছেন।’

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ১৫ জন ও দুইজনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি