ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দোহারে আক্রান্তের সংখ্যা বেড়ে ১২৯

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ১৫:০২, ৮ জুন ২০২০

Ekushey Television Ltd.

ঢাকার দোহার উপজেলায় আরও ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৯ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৪০ জন। আর প্রাণ গেছে ২ জনের। 

নতুন আক্রান্তদের মধ্যে ফুলতলায় ৩, নারিশায় ৩, দোহার সদরে ৩ ও অন্যরা ঘোনা ও জয়পাড়া এলাকার বাসিন্দা। আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন।

তিনি জানান, ‘গত ৩ জুন ৩৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। তাদের মধ্যে ১৪ জনের করোনা পজিটিভ এসেছে। নতুন করে আক্রান্ত হওয়া ব্যক্তিদের চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। তারা নিজ বাড়িতেই আইসোলেশনে থাকবেন। পাশাপাশি আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে যারা এসেছেন তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি