ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কুমিল্লায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৪

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৪, ৮ জুন ২০২০

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাতকে আটক করেছে পুলিশ। আজ সোমবার ভোররাত সাড়ে ৪টার দিকে নাঙ্গলকোট থানার টুগুরিয়া নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। 

আটকৃতরা হলেন, মনোহরগঞ্জ উপজেলার পূর্ব বাতাবাড়ীয়া গ্রামের মৃত. সুরুজ মিঞার ছেলে মো. সরোয়ার হোসেন (২৯), আব্দুর রহিমের ছেলে মুরাদ হোসেন (২২),  নাঙ্গলকোট উপজেলার লুদুয়া গ্রামের শাহাআলমের ছেলে মো. জাহিদুল ইসলাম (২১) ও সিদ্দিকুর রহমানের ছেলে ঈসমাইল হোসেন রাজু (২০)। 
  
পরে আদালতের মাধ্যমে আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

মামলার তদন্ত কর্মকর্তা নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক সফিকুল ইসলাম বলেন, ‘কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক সড়কে দেশিয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় অভিযান চালালে দুইজন পালিয়ে গেলেও ৪ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে দুটি মামলা দায়ের করা হয়েছে।’

এআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি