ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

সুনামগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদেরকে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১২, ৮ জুন ২০২০ | আপডেট: ১৫:১৩, ৮ জুন ২০২০

অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সংসদ সদস্য ড. জয়াসেন গুপ্তা। ছবি: একুশে টেলিভিশন

অর্থ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সংসদ সদস্য ড. জয়াসেন গুপ্তা। ছবি: একুশে টেলিভিশন

সুনামগঞ্জের দিরাইয়ে করোনা মহামারীতে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার নগদ অর্থ তিন শতাধিক ইমাম-মুয়াজ্জিনদের মধ্যে বিতরণ করা হয়েছে।

সোমবার বেলা ১২টায় উপজেলা পরিষদ গণমিলনায়তনে তিন শতাধিক ইমাম-মুয়াজ্জিনদের মধ্যে পাঁচ হাজার টাকা করে এই নগদ অর্থ বিতরণ করা হয়। সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়াসেন গুপ্তা এই নগদ অর্থ বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সফিউল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, সহ-সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট অবিরাম তালুকদার এবং প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন প্রমুখ।

অর্থ বিতরণ শেষে সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়াসেন গুপ্তা বলেন, ‘ইমাম-মুয়াজ্জিন সমাজের শ্রদ্ধার পাত্র। তারা সমাজের পদ প্রদর্শক। মাননীয় প্রধানমন্ত্রী ইমাম-মুয়াজ্জিনদেরকে শ্রদ্ধা করেন। তাদের কথা চিন্তা করেই মানবিক সহয়াতার উপহার পাঠিয়েছেন তিনি। আপনারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ দেশবাসীর জন্য দোয়া করবেন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি