ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে ফেসবুকে কটূক্তি, আটক ২

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩০, ৮ জুন ২০২০

ভোলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফেক আইডি ব্যবহার করে রাজনৈতিক নেতাদের নিয়ে কটূক্তির অভিযোগে ৩ যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। 

এ ঘটনায় ২ যুবককে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, মোহাম্মদ নাঈম (২৬) ও রিফাত (২০)। 

জানা যায়, দীর্ঘদিন ধরে ফেসবুকে কয়েকটি ফেক আইডি ব্যবহার করে আসছেন অভিযুক্তরা। যেখানে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের যুবলীগের সভাপতি ও বোরহানউদ্দিন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক  উজ্জল হাওলাদারসহ তার পরিবার ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল হাওলাদারসহ রাজনৈতিক নেতাদের নামে বিভিন্ন ধরনের কটূক্তিমূলক ভাষা ব্যবহার করে সমাজের কাছে হেয় প্রতিপন্ন করে আসছেন। 

এতে উজ্জল হাওলাদার কয়েকজন সন্দেহ ভাজনের নাম বলে বোরহানউদ্দিন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি সাধারণ ডায়েরি করেন। 

রোববার (৭ জুন) রাতে সন্দেহ ভাজন মোহাম্মদ নাঈম (২৬)  ও রিফাত (২০)নামে দু’জনকে নিজ বাড়ি থেকে আটক করে পুলিশ। এ সময় তাদের ফেক আইডির ব্যবহহৃত সকল তথ্য প্রমাণ ও মোবাইল ফোন জব্দ করা হয়। 

এ ঘটনায় উজ্জল হাওলাদার বাদী হয়ে বোরহান উদ্দিন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। 

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি