ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নাটোরে করোনাজয়ী ২৩ পুলিশ সদস্যকে ফুলেল শুভেচ্ছা 

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩০, ৮ জুন ২০২০

করোনাজয়ী ২৩ সদস্যকে ফুলের শুভেচ্ছা জানান নাটোর জেলা পুলিশ। ছবি: একুশে টেলিভিশন

করোনাজয়ী ২৩ সদস্যকে ফুলের শুভেচ্ছা জানান নাটোর জেলা পুলিশ। ছবি: একুশে টেলিভিশন

করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হয়ে ফিরে আসা ২৩ পুলিশ সদস্যকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা দিয়েছে নাটোর জেলা পুলিশ। সোমবার দুপুরে নাটোর পুলিশ লাইন্সের ড্রিল শেডে পুলিশ সুপার লিটন কুমার সাহা তাদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ফুলেল শুভেচ্ছা শেষে তাদের মিষ্টি মুখ করানো হয়। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আকরাম হোসেন, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাতসহ জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।

সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, মানুষের কল্যাণে জীবনবাজি রেখে করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে কাজ করছে পুলিশ সদস্যরা। তাদের সুরক্ষার ব্যবস্থা গ্রহণ, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির সকল পদক্ষেপ গ্রহণ করেছে জেলা পুলিশ। যে কোন জরুরি পরিস্থিতি মোকাবেলায় অ্যাম্বুলেন্স, কুইক রেসপন্স টিম, থানা কেন্দ্রিক আইসোলেশন সেন্টার প্রস্তুত রয়েছে। 

তিনি বলেন, আমাদের সার্বক্ষণিক সাহস ও সমর্থন এবং নিজেদের মনোবল চাঙ্গা থাকায় করোনা ভাইরাস আক্রান্ত পুলিশ সদস্যরা দ্রুত সুস্থ্য হয়ে ফিরে এসেছেন। আজ থেকে তারা সকলেই আবার দেশের কল্যাণে ও মানুষকে নিরাপদ রাখতে কাজ শুরু করবেন। 

করোনাজয়ীদের মধ্যে নাটোর জেলা পুলিশের এক ইন্সপেক্টর, চার সাব-ইন্সপেক্টর, তিন এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, ১৩ কনোস্টেবলসহ ২১ জন এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশের এক সদস্য ও থানায় কর্মরত এক আনসার সদস্য রয়েছেন। 

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার আকরাম হোসেন জানান, জেলায় কর্মরত ২৪ পুলিশ করোনা সংক্রমিত হন। এর মধ্যে করোনা জয়ী হয়েছেন ২৩ জন। এদের মধ্যে ১২ জন সিংড়া থানায় এবং ৯ জন বড়াইগ্রাম থানায় কর্মরত। অপর দুইজন নলডাঙ্গা থানার। লালপুর থানায় কর্মরত একজন পুলিশ সদস্য এখনও কোয়ারেন্টাইনে রয়েছেন।

এদিকে জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ৭ জুন পর্যন্ত নাটোর জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ জন। এর মধ্যে ২৩ পুলিশসহ সুস্থ্য হয়েছেন ৩৯ জন। একজন রেজাল্ট আসার আগেই মৃত্যু বরণ করেছেন। বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন ২৬ জন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি