ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

নবাবগঞ্জে করোনায় সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু

দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪০, ৮ জুন ২০২০

কলাকোপা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তৈয়ব আহমেদ। একুশে টেলিভিশন

কলাকোপা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তৈয়ব আহমেদ। একুশে টেলিভিশন

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার নবাবগঞ্জ উপজেলা সদর কলাকোপা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তৈয়ব আহমেদ (৭৯) মারা গেছেন। সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সোমবার দুপুর দেড়টায় তৈয়ব আহমেদের মৃত্যুর বিষয় নিশ্চিত করেন তার ছেলে তানভীর আহমেদ তোয়াহা ও নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ অনুপ।

ডা. হরগোবিন্দ অনুপ জানান, ২৪ মে তৈয়ব আহমেদ করোনা ভাইরাসে আক্রান্ত হলে ওই দিনই তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার আনুমানিক দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কলাকোপা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো. ইব্রাহীম খলিল জানান, তৈয়ব আহমেদ ১৯৭৭ সাল থেকে ২০১৫-১৬ সাল পর্যন্ত একটানা ৩৯ বছর কলাকোপা ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। 

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি