ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ নিহত ২

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৮, ৮ জুন ২০২০

পাবনার ঈশ্বরদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রসহ ২ জন নিহত ও একজন আহত হয়েছেন। নিহতরা হলেন স্কুল ছাত্র ওবায়দুল্লাহ ও আফজাল হোসেন। 

পুলিশ জানায়, সোমবার দুপুরে স্কুল ছাত্র ওবায়দুল্লাহ বাবার ভ্যানে চড়ে পাকশি বাজারের দিকে যাচ্ছিলো। এ সময়ে পাকশি খানকা শরিফের সামনে বালু বোঝাই একটি ড্রাম ট্রাক পেছন থেকে ভ্যানটাকে ধাক্কা দেয়। যার ফলে ওবায়দুল্লাহ ছিটকে ট্রাকের নীচে চলে যায়। ঘটনাস্থলেই চাকায় পিষ্ট হয়ে নিহত হয় ওবায়দুল্লাহ। তার পিতার নাম আফাজ। 

অপরদিকে ঈশ্বরদী-লালপুর সড়কের গোকুলনগর চক্ষু হাসপাতালের সামনে পৃথক সড়ক দুর্ঘটনায় রিক্সাচালক আফজাল হোসেন নিহত হয়েছেন। 

পুলিশ আরও জানায়, অটোরিক্সা চালিয়ে আফজাল হোসেন ঈশ্বরদী শহরের দিকে আসার পথে পেছন থেকে একটি মোটর সাইকেল ধাক্কা দেয়। এসময় অটোরিক্সার ব্যাটারী বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। তাতে গুরুত্বর আহত হয় আফজাল হোসেন। মুমূর্ষু অবস্থায় তাকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি