ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নওগাঁ চেম্বারের পক্ষ থেকে পিপিই বিতরণ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২০, ৮ জুন ২০২০

নওগাঁ চেম্বারের সভাপতি ইকবাল শাহরিয়ার পিপিই বিতরণ করছেন। ছবি: একুশে টেলিভিশন

নওগাঁ চেম্বারের সভাপতি ইকবাল শাহরিয়ার পিপিই বিতরণ করছেন। ছবি: একুশে টেলিভিশন

নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির পক্ষ থেকে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে নওগাঁ ডায়াবেটিক সমিতি, ব্লাড ব্যাংক ও প্যাথলজির কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ২৫টি পিপিই বিনামূল্যে বিতরণ করা হয়েছে। 

সোমবার শহরের কাজীর মোড়ে চেম্বারের নিজস্ব কার্যালয়ে পোশাকগুলো বিতরণ করেন নওগাঁ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল। এ সময় অন্যান্যের মধ্যে চেম্বারের পরিচালক এমএ খালেক ও জাহিদুল হাসান জুয়েল উপস্থিত ছিলেন।

ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আব্দুস সালাম ও ব্লাড ব্যাংক ও প্যাথলজির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সাহা পিপিইগুলো গ্রহণ করেন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি