যমুনায় ডুবে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার
প্রকাশিত : ১৭:১৫, ৮ জুন ২০২০
সিরাজগঞ্জের চৌহালীতে যমুনায় ডুবে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত ইসমাইল হোসেন (৭) খাসপুকুরিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে। তার লাশ মানিকগঞ্জের বাঁচামরা এলাকা থেকে উদ্ধার করেছে স্বজনেরা।
চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক সরকার ও নিহতের স্বজনেরা জানান, খাসপুকুরিয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে আবু সাইদ (১৩) ছোট ভাই ইসমাইল (৭) কে নিয়ে বাড়ির পাশে যমুনা নদীতে গোসল করতে যায়। তখন ইসমাইলকে গোসল করিয়ে নৌকার উপর রাখলে হঠাৎ নদীতে পড়ে যায়। এরপর অনেক খুঁজে তাকে পাওয়া যাচ্ছিল না। সোমবার দুপুরে মানিকগঞ্জের বাঁচামরা এলাকায় শিশুটির লাশ ভেসে উঠলে স্বজনেরা গিয়ে উদ্ধার করে। এ ঘটনায় এলাকা জুড়ে শোক বিরাজ করছে।
আরকে//
আরও পড়ুন