ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২২, ৮ জুন ২০২০ | আপডেট: ১৭:৩৩, ৮ জুন ২০২০

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে রোকেয়া খাতুন নামে দেড় বছরের এক শিশু নিহত হয়েছে। সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার ফরিদপুর গ্রামের টেংরামারি পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু রোকেয়া খাতুন আলমডাঙ্গা ফরিদপুর গ্রামের টেংরামারি পাড়ার আব্দুস সালামের মেয়ে।

আলমডাঙ্গা থানার ওসি আলমগির কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোকেয়া খাতুন দুপুরে বাড়ির সামনে খেলা করছিল। এসময় ইট বোঝাই একটি পাওয়ার টিলারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত পাওয়ার টিলার ও চালক ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়ে। পাওয়ার টিলার ও চালকের আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি