ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ভোলায় করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু 

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫২, ৮ জুন ২০২০ | আপডেট: ১৭:৫৩, ৮ জুন ২০২০

ভোলায় করোনার উপসর্গ নিয়ে ২ জন মারা গেছেন। এরা হচ্ছেন ভোলা সদরে সফি তালুকদার ও বোরহানউদ্দিনে মো. রাজিব জর্মাদ্দার। ভোলা সদরের দরগা রোড এলাকার সফি তালুকদার গত এক সপ্তাহ ধরে জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে ভুগছিল। আজ সকালে সে মারা যায়। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন করা হয়েছে।
 
বড় মানিকা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে মো. মালেক জমার্দ্দারের ছেলে রাজিব জ্বর, কাশি, শ্বাসকষ্ট নিয়ে ঢাকা থেকে রোববার বোরহানউদ্দিন  চলে আসে। সোমবার দুপুরে বোরহান উদ্দিন হাসপাতালে আনার পর দুপুর আড়ায়টায় তার মৃত্যু হয়। 

সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালি জানান,সফি তালুকদারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। সংশ্লিষ্ট বাড়ি ও এলাকা লগ ডাউন করা হয়েছে । 

অপরদিকে ভোলার বাংলাবাজারে গ্রামীণ ব্যাংকের ম্যানেজার আব্দুল লতিফ সরদার করোনা উপসর্গ নিয়ে ৫ দিন আগে কর্মস্থল ত্যাগ করেন। সোমবার পটুয়াখালী হাসপাতালে তিনি মারা যান বলে গ্রামীণ ব্যাংক জোনাল ম্যানেজার নিশ্চিত করেন। 

এদিকে আজ ভোলায় নতুন করে আরো ৬ জন  করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৬৮ জন আক্রান্ত হলো। সুস্থ হয়েছে ১৮ জন। মৃত্যু হয়েছে ২ জন।
কেআই/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি