ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর উদ্যোগে ত্রাণ বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৮, ৮ জুন ২০২০

বাংলাদেশ সেনাবাহিনীর ২২২ পদাতিক ব্রিগেডের অধিনস্থ ৪ ইস্ট বেংগল দি বেবী টাইগার্স অধিনায়ক লে. কর্নেল বখতিয়ারের নেতৃত্বে  ঠাকুরগাঁওয়ে করোনা পীড়িত আর্ত দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে।

সোমবার সদর পৌরশহরের শাহাপাড়াসহ জেলার পীরগঞ্জ, রাণীশংকৈল, হরিপুর উপজেলার বিভিন্ন গ্রমের কয়েকটি স্পটে প্রায় ২ শ’ দরিদ্র দিনমজুর প্রতিবন্ধী ও বয়ষ্কদের মাঝে চাল, ডাল, আটা, লবণ, তেল, সুজি, বিস্কুটসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ত্রাণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, সেনাবাহিনীর ঠাকুরগাঁও ইউনিটের ক্যাপ্টেন কাওছার, ল্যাফটেনেন্ট আসিফসহ অন্যান্য সেনা সদস্যরা।  
তারা জানান, ঠাকুরগাঁওয়ে মাদ্রাসার এতিম, মুক্তিযোদ্ধা, আদিবাসীসহ অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে  এবং  যেকোন দুর্যোগের সময় বাংলাদেশ সেনাবাহিনী জনগণের পাশে থাকবে।
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি