ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় আরও ২৫ জন আক্রান্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২১:৩০, ৮ জুন ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘন্টায় আরও ২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার বিকেলে আইইডিসিআর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন কার্যালয়ে আসা নমুনার রিপোর্টে তাদের ফলাফল পজেটিভ আসে। 

নতুন আক্রান্তদের মধ্যে নবীনগর উপজেলার ১৩ জন এবং বাঞ্ছারামপুর উপজেলায় ১২ জন। এ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ২৭৬ জনে উন্নীত হয়েছে। 

ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ে দায়িত্বরত চিকিৎসক ডা. সানজিদা এই তথ্য নিশ্চিত করে বলেন,সোমবার বিকেলে আইইডিসিআর থেকে পাওয়া রিপোর্টে নতুন করে আরও ২৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৩ জনের বাড়ি নবীনগর উপজেলার বিভিন্ন গ্রামে ও ১২ জনের বাড়ি বাঞ্চারামপুর উপজেলার বিভিন্ন গ্রামে। 

এই পর্যন্ত জেলায় ৫ হাজার ৫৪১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ৪৪৩২ জনের ফলাফল পাওয়া গেছে। 

তিনি বলেন, জেলায় আক্রান্ত ২৭৬ জনের মধ্যে ৭৫ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এখনো আইসোলেশনে আছেন ১৭২ জন। এদের মধ্যে জেলায় ১৬৫ জন, ঢাকায় ৪ জন, কুমিল্লায় ২জন ও ফেনীতে ১ জন। করোনাভাইরাসে জেলায় ৪ জন মারা গেছেন। 
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি