ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা গেলেন আরও এক চিকিৎসক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৬, ৯ জুন ২০২০

Ekushey Television Ltd.

বরিশাল নগরীর রাহাত আনোয়ার হাসপাতালের চেয়ারম্যান চিকিৎসক আনোয়ার হোসেন মারা গেছেন। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার বাড্ডায় এএমজেড হাসপাতালে শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে চিকিৎসক আনোয়ার হোসেনকে বরিশাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। পরে তাকে বাড্ডার এএমজেড হাসপাতালে ভর্তি করা।

রাহাত আনোয়ার হাসপাতালের পরিচালক অ্যাডভোকেট লস্কর নুরুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চিকিৎসক আনোয়ার হেসেন করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যেও রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। রোববার রাতেও তিনি এক অসুস্থ রোগীর সফল অস্ত্রোপচার করেন। তবে সোমবার সকালে হঠাৎ তার শ্বাসকষ্ট দেখা দেয়।

আগে থেকেই তিনি অ্যাজমায় ভুগছিলেন জানিয়ে রাহাত আনোয়ার হাসপাতালের পরিচালক বলেন, শ্বাসকষ্ট বাড়লে তাকে অক্সিজেন দেওয়া হয়। দুপুরের পর থেকে তার অবস্থার অবনতি হয়। বিকেল সাড়ে ৫টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় পাঠানো হয়। সন্ধ্যায় তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।

পরে সেখান থেকে চিকিৎসক আনোয়ার হোসেনকে বাড্ডার এএমজেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়েছে বলে জানান অ্যাডভোকেট লস্কর নুরুল হক।

তবে তিনি করোনায় আক্রান্ত কিনা তা জানা যায়নি। যদিও এর আগেও বেশ কয়েকজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি