ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ভোলায় পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু নিহত

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩০, ৯ জুন ২০২০

ভোলার ভেদুরিয়া ফেরিঘাট এলাকার বালুর মাঠে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু শফিকুল ইসলাম শফি (৪০) নিহত হয়েছে। এ সময় তার ঘটনাস্থল থেকে ১টি সুটার গান, তাজা গুলি, ৪টি বগি দাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। 

আজ মঙ্গলবার ভোর রাতে ঘটনাটি ঘটে। পরে লাশ উদ্ধার করে পুলিশ ভোলা হাসপাতালের নিয়ে যায়। নিহত শফিকুলের বিরুদ্ধে মাদক ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, ভোররাতে ইলিশা হাওলাদার মার্কেটের কাছে টহল পুলিশ গোলাগুলির শব্দ পায়। তখন কন্ট্রোল রুমকে জানালে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেলে কয়েকজন পালানোর চেষ্টা করে। তখন তারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। এসময়  পালিয়ে যায় অন্য সদস্যরা পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যায়। সেখানে পরিবারের সদস্যরা শফিকুলের লাশ বলে শনাক্ত করে।

ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, নিহত শফির বাড়ি পূর্ব ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ড কালিপুর। তার পিতার নাম মৃত মুনাফ ব্যাপারী। নিহত শফিকুলের বিরুদ্ধে অপহরণ, মাদক,  নৌ-ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। 

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি