র্যাব-১২ এর হাতে জিহাদী বইসহ যুবক গ্রেফতার
প্রকাশিত : ১৪:১৯, ৯ জুন ২০২০
মেহেরপুরের পেয়াদাপাড়া থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আল্লাহর দলের এক সদস্যকে জিহাদী বই ও লিফলেটসহ গ্রেফতার করেছে সিরাজগঞ্জের র্যাব-১২। আটককৃত মহিরুল ইসলাম (৩৫) মেহেরপুর সদর উপজেলার পেয়াদাপাড়ার হাবিল উদ্দিন শেখের ছেলে।
মঙ্গলবার (৯ জুন) সকালে র্যাব-১২ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক এম এম এইচ ইমরান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, মহিরুল ইসলাম জঙ্গী সংগঠন আল্লাহর দলের সক্রিয় সদস্য হিসেবে সংগঠনের জন্য নিয়মিত চাঁদা প্রদান, অন্যান্য সদস্যদের নিকট থেকে চাঁদা আদায়ের কাজ করতেন। এছাড়াও আল্লাহর দলের সদস্যদের মধ্যে ভাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে তিনি সকল সদস্যদের নিয়ে পিকনিকের আয়োজন করতেন। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ র্যাব-১২ সদস্যরা কর্তৃপক্ষের অনুমতিক্রমে সোমবার রাতে মেহেরপুরের পেয়াদাপাড়া এলাকায় একটি জঙ্গীবাদ বিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসময় ৬টি উগ্রবাদী বই, ৫০টি লিফলেট, উগ্রবাদী কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন এবং ৫টি সিম উদ্ধার করা হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
এআই//
আরও পড়ুন