ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কালিয়াকৈর পৌরসভার নারী কাউন্সিলরসহ করোনায় মৃত্যু ২

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫০, ৯ জুন ২০২০

গাজীপুর জেলার কালিয়াকৈর পৌরসভার সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর এবং কালিগঞ্জের এক মাস বয়সী এক শিশুর করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে। 

গত রাত সোয়া ১১টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কালিয়াকৈর পৌরসভার সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর হাজেরা বেগম করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ জানিয়েছেন, কালিগঞ্জে করোনায় আক্রান্ত ১ মাসের এক শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি