ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সিংড়ায় স্বামী-স্ত্রীর আত্মহত্যা

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৩, ৯ জুন ২০২০

নাটোরের সিংড়ায় ছোট স্ত্রীর ওপর অভিমান করে স্বামী উজ্জল হোসেন (২৮) ও প্রথম স্ত্রী জলি খাতুন (২০) আত্মহত্যা করেছেন। তারা দুজনেই গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহননের পথ বেছে নেয় বলে জানা গেছে।  

সোমবার (৮ জুন)  রাতে উপজেলার পুটিমারী গ্রামে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, পুটিমারী গ্রামের আবু বক্কারের ছেলে উজ্জল হোসেন প্রথম স্ত্রী জলি খাতুন ঘরে থাকা সত্ত্বেও বছর খানেক আগে লিপি খাতুনকে বিয়ে করেন। বিয়ের পর থেকে দুই সতীন ও স্বামী-স্ত্রীর মাঝে কলহ লেগেই থাকতো। সোমবার রাতে ছোট স্ত্রী লিপি খাতুনের সাথে উজ্জলের ঝগড়ার এক পর্যায়ে বড় স্ত্রী জলি খাতুন ও উজ্জল আত্মহত্যার উদ্দেশ্যে গ্যাসের ট্যাবলেট খায়। বাড়ির লাকজন জানতে পেরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তাদের মৃত্যু হয়।  

সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি