ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

চলনবিলের ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন ডিসির

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৭, ৯ জুন ২০২০ | আপডেট: ১৬:৪০, ৯ জুন ২০২০

সিংড়ার চলনবিলের বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেছেন নাটোর জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। মঙ্গলবার সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের ঝুঁকিপূর্ণ বখতারপুর ব্রীজ, রাণীনগর সুইচগেটসহ চলনবিল ও হালতি বিলের বিভিন্ন এলাকা পরিদর্শনে যান জেলা প্রশাসক। 

এসময় বন্যা প্রতিরোধে আগাম প্রস্ততি হিসেবে চলনবিলের নদ-নদীতে সুঁতিজাল ও অবৈধ বাঁধ বন্ধে উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন তিনি। 

এসময় উপস্থিত ছিলেন,সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক,নাটোরের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান, সিংড়ার ইউএনও নাসরিন বানুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য,২০১৭ সালে সিংড়ার আত্রাই নদীর পানি বিপদসীমার ৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। এতে সিংড়া উপজেলার প্রশাসনিক ভবন ও পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রসহ ১৫টি গ্রাম বন্যায় প্লাবিত হয়। চলনবিলের কৃষকের স্বপ্নের সোনার ফসল পানিতে তলিয়ে যায়।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি