ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে করোনায় নতুন শনাক্ত ১৬

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৪৩, ৯ জুন ২০২০

সিরাজগঞ্জ জেলায় নতুন করে আরও ১৬ জন করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১৫৭। নতুন করে আক্রান্তদের মধ্যে চৌহালী উপজেলায় ১২ জন, শাহজাদপুর উপজেলায় ও সদর উপজেলায় ২ জন করে।

মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের জেলা পরিসংখ্যানবিদ অফিসার হুমায়ন কবীর জানান, সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকাল কলেজের পিসিআর ল্যাব থেকে ৯৪ জনের নমুনা টেস্টের রিপোর্ট পাওয়া যায়। এই নমুনা টেস্টের রিপোর্টে ৭৮ জনের রিপোর্ট নেগেটিভ এবং ১৬ জনের পজেটিভ আসে। জেলায় মোট করোনা আক্রান্ত ১৫৭ জন রোগীর মধ্যে ১৬ জন সুস্থ্য হয়েছেন এবং এখন পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে। 

তিনি আরও জানান, জেলায় মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ৯৩০ জনের এবং এখন পর্যন্ত রিপোর্ট পাওয়া গেছে ২ হাজার ৫৭৫ জনের। আর ৩৫৫ জনের রিপোর্ট এখনও অপেক্ষামান রয়েছে।

অন্যদিকে, গত ২৪ ঘন্টায় জেলায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ৩৯ জনকে। এখন পর্যন্ত এই জেলায় মোট হোম কোয়ারেন্টাইনে রাখা হয় ৪ হাজার ৪৮ জনকে এবং এর মধ্যে সুস্থ্য হয়ে ছাড়পত্র নিয়েছেন ৩ হাজার ৭২৪ জন। এখন হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৩২৪ জন।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি