ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

নাসিরনগরে টর্নেডোয় ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল সেনাবাহিনী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৫, ৯ জুন ২০২০ | আপডেট: ১৯:০৮, ৯ জুন ২০২০

সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্থ ও করোনাভাইরাসের কারণে অসহায় দরিদ্র কর্মহীন মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে চাল,আলু,ডাল,তেল,পেয়াঁজ ও লবন। 
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী,সহকারী কমিশনার তাহমিনা আক্তার, সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ওয়ারেন্ট অফিসার ফজলে এলাহি,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম ভুইয়া প্রমূখ।

সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের ওয়ারেন্ট অফিসার ফজলে এলাহি বলেন,করোনা প্রতিরোধে সেনাবাহিনী ৩৩ পদাতিক ডিভিশন জনগণের মাঝে সচেতনতামূলক কার্যক্রম,বিনামূল্যে চিকিৎসা সেবা,মাস্ক বিতরণসহ গরীব ও দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছে। 

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি