ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় অস্ত্র ও গুলিসহ গ্রেফতার ২ 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪২, ৯ জুন ২০২০ | আপডেট: ১৯:২০, ৯ জুন ২০২০

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বুইচিতলা থেকে অস্ত্র ও গুলিসহ সাইফুল ইসলাম (২৭) ও তরিকুল মণ্ডল (৩৫) নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। মঙ্গলবার ভোররাতে তাদেরকে গ্রেফতার করা হয়। 

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের অভিযানকারি দল মঙ্গলবার ভোরে বুইচিতলা গ্রামে অভিযান চালায়। অভিযানকালে অস্ত্র কেনাবেচার অভিযোগে পার্শ্ববর্তী ফুলবাড়ি গ্রামের সাইফুল ইসলাম ও তরিকুল মণ্ডলকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি ভারতীয় ওয়ান শ্য শুটার গান,দুই রাউন্ড গুলি, একটি মুঠোফোন সেট ও দুটি সিম উদ্ধার করা হয়।
কেআই/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি