ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া সচিব আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১৭, ৯ জুন ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় এক ভুয়া সচিবকে আটক করেছে পুলিশ। তার নাম মো. বাবুল (৩৫)। মঙ্গলবার দুপুরে শহরের টি.এ.রোডে ফুটপাতের দোকানীদের কাছে নিজেকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে টাকা দাবি করার সময় স্থানীয় লোকজনের মাধ্যমে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এ কর্মরতরা তাকে আটক করে সদর থানা পুলিশের হাতে তুলে দেন।  আটক বাবুলের বাড়ি কসবা উপজেলায়। তার বাবার নাম গোলাম রাব্বানী। 

ঘটনার প্রত্যক্ষদর্শী ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.জসীম উদ্দিন রানা জানান, মঙ্গলবার দুপুরে টি.এ.রোডের তোফায়েল আজম মনুমেন্টের কাছে ফুটপাতের ব্যবসায়িদের কাছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পরিচয় দিয়ে বাবুল টাকা আদায় করছিলেন। বিষয়টি সন্দেহ হলে ফুটপাতের ব্যবসায়ীরা তার পরিচয়পত্র চাইলে তিনি ভড়কে যান। 

এক পর্যায়ে তিনি নিজেকে একজন সংসদ সদস্যের পিএস পরিচয় দেন। এরই মধ্যে বিষয়টি এনএসআই সদস্যদেরকে অবহিত করা হয়। এনএসআই’র পক্ষ থেকে চাঁদা আদায়ের বিষয়টি নিশ্চিত হয়ে তাকে আটক করে সদর থানায় হস্তান্তর করা হয়। 

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, আটক ব্যক্তি হকারদের কাছ থেকে চাঁদা তুলছিল। খবর পেয়ে এনএসআই সদস্যরা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তিনি বলেন, এই ব্যক্তি নিজেকে কখনো ম্যাজিষ্ট্রেট কখনো সচিব পরিচয় দিতেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি