ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪৪, ৯ জুন ২০২০ | আপডেট: ২১:৪৬, ৯ জুন ২০২০

চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ মাদরাসা পাড়া থেকে ইয়াবাসহ ২ মাদকব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো,শহরের বাগানপাড়ার মৃত মোর্তুজা আলীর ছেলে আশিক ইকবাল (২৫) ও আলমডাঙ্গা উপজেলার হোসেনপুর ক্যানালপাড়ার মৃত আজিবর রহমানের ছেলে ইদ্রিস আলী (৪৮)। আজ মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল তারা। এমন খবরের ভিত্তিতে কেদারগঞ্জ এলাকায় অভিযান চালানো হয়। সেখানে আশিকের ভাড়া বাড়িতে তল্লাশী চালিয়ে তিন'শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তাকে আটক করা হয়। আটকের পর তার স্বীকারোক্তিতে অপর ব্যবসায়ী ইদ্রিসকেও আটক করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফকরুল আলম খান জানান,তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা জেলার তালিকাভুক্ত মাদকব্যবসায়ী। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
কেআই/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি